ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ অন্যান্য সম্পাদকদের বিরুদ্ধে অব্যাহতভাবে প্রোপাগান্ডা ও অশ্লীলতা ছড়ানো বিভিন্ন ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন ডাকসু নেতারা। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান ডাকসু নেতারা।
অভিযোগে যেসব পেজ ও আইডির নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে আছে—ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders (যারা নানাভাবে নাম পরিবর্তন করে), ইয়ার্কি ও বটজিপিটি—মোট ৯টি পেজ। পাশাপাশি এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি ব্যক্তিগত আইডির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, উল্লেখিত বেশির ভাগ পেজ একটি রাজনৈতিক দলের সমর্থকদের দ্বারা পরিচালিত। তিনি বলেন, আমরা ডিবিকে সব লিংক হস্তান্তর করেছি। তাদের সাইবার টিম বিষয়টি পর্যালোচনা করছে। বিটিআরসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই এসব পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবি আমাদের আশ্বস্ত করেছে।
তিনি আরও বলেন, অনলাইনে যারা গুজব, চরিত্রহনন, সাইবার বুলিং বা হ্যারাসমেন্টে জড়িত—তারা অপরাধী। তারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে তা এখানে বিবেচ্য নয়।
এর আগে, গতকাল রোববার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করার ঘোষণা দেন ভিপি সাদিক কায়েম। ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে।
আইকে/এসএন