বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে আজ সেখানে গিয়েছিলেন তার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সেখানে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়াই একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারেন।
আজ রাতে তিনি এভারকেয়ারে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। ফজলুর বলেন, ‘আল্লাহর রহমতে সেরে উঠবেন বলেই আমরা মনে করছি। ১৮ কোটি মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে ম্যাডাম বেঁচে উঠবেন। বর্তমান যে পরিস্থিতি ও পরিবেশ, সেটা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়, এমনকি আমাদের হায়াত থেকে নিয়ে যেন আল্লাহ ওনাকে দেয়, আমরা এই দোয়াটাই করি।’
‘আমরা মনে করি উনার মতো জনপ্রিয়, উনার মতো দায়িত্বশীল নেতৃত্ব বাংলাদেশে ভীষণ প্রয়োজন। আল্লাহ যেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিয়ে না যায়। আমরা সবাই দোয়া করি, আঠারো কোটি মানুষ দোয়া করে।’
‘বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট, তাতে দেশনেত্রী খালেদা জিয়ার চেয়ে প্রয়োজনীয় ব্যক্তি আর বাংলাদেশে নাই। একমাত্র উনিই বাংলাদেশকে বাঁচাতে পারেন। এবং গণতন্ত্র উত্তোরণের পথে উনিই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার দীর্ঘায়ু কামনা করি। প্রয়োজনে আমাদের আয়ু থেকে আল্লাহ তুমি কেটে নিও, আমার নেত্রীকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ, চির দিন তোমার রহমতের কাছে কৃতজ্ঞ থাকব।’
পিএ/টিএ