মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০তে জিতে সিরিজ শুরু করেছিল আজারবাইজান। দ্বিতীয়টিতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা দলটি জানে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো। লাল-সবুজের বিপক্ষে তাই জয়ের কথাই ভাবছে ইউরোপের দেশটি।
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে মঙ্গলবার আজারবাইজানের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে মাঠের লড়াই। ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে আগেরদিন ভোরে অনুশীলন সেরেছে বাংলাদেশ। আর সন্ধ্যা ৭টা থেকে ঘণ্টা খানিক অনুশীলন করেছে সফরকারী দলের খেলোয়াড়রা।
ফিফা র্যাঙ্কিংয়ে ৭৪ নম্বরে আছে আজারবাইজান। যেখানে বাংলাদেশের অবস্থান ১০৪ নম্বরে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজারবাইজান কোচ আসগারোভ সিয়াসাত বলেছেন, ‘বাংলাদেশের ম্যাচের বিষয়ে বলতে গেলে… আমরা তাদের খেলার পরিকল্পনা, দলগত ঐক্য, শক্তিশালী দিক এবং দুর্বল দিকগুলো জানি। জানি যে, তাদের শক্তিশালী দিক হলো তারা আক্রমণে ওঠার সময় তারা দারুণ এবং তাদের দ্রুত গতির খেলোয়াড় আছে।’
আজারবাইজানের কোচ সিয়াসাত ইউরোপের কোন দেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে বলেছেন, ‘মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যেকার ম্যাচটি দেখেছি। আমার ব্যক্তিগত মতামত হলো- মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের আরো ভালো সম্ভাবনা ছিল। বাংলাদেশ যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতো তাহলে ম্যাচের স্কোর পরিবর্তন হতো। এমন কী জিততেও পারতো।’
এবি/টিকে