তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ‘অনিশ্চয়তা’ ও তার জন্য ট্রাভেল পাসের আলোচনার মধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে যে, তিনি এখনো বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি, তবে কমিশন অনুমতি দিলে তার ভোটার হওয়ার সুযোগ আছে।

ওদিকে তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব হবে বলে রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে মন্তব্য করেছেন সেটিও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কারণ ট্রাভেল পাসের বিষয়ে উপদেষ্টার মন্তব্য এই ইঙ্গিতই দিচ্ছে যে, তারেক রহমান এখনো বাংলাদেশি পাসপোর্ট পাননি কিংবা নেননি। কারণ সাধারণত পাসপোর্ট না থাকলেই নাগরিকদের দেশে ফেরার জন্য এ ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয়।

কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের ১৫ মাস পরে এসে তারেক রহমানের দেশে ফেরার জন্য পাসপোর্টের বদলে ট্রাভেল পাসের প্রসঙ্গ আসছে কেন- সেটিও অনেকের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে এভাবে বলে থাকতে পারেন। তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট- কোনো কিছু নিয়েই সমস্যা হবে না। কারণ এক্ষেত্রে সরকারেরও সদিচ্ছা আছে।

তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কি-না কিংবা চেয়েছেন কি-না অথবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কি-না এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ শুধু বলেছেন, ‘এ বিষয়ে আমার জানা নেই’।

প্রসঙ্গত, শনিবার তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে ‘সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’ বলে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার আলোচনা শুরু হয়।

তখন থেকেই এই প্রশ্ন উঠে যে- কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে। এর পরপরই রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমানের জন্য ট্রাভেল পাসের বিষয়টি সামনে নিয়ে এলেন।

ট্রাভেল পাস কী, পররাষ্ট্র উপদেষ্টা কী বলেছেন
তারেক রহমানের পাসপোর্ট নিয়ে ২০১৮ সালে তখনকার আওয়ামী লীগ সরকারের তোলা এক বিতর্কের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বছরের এপ্রিলে বিবিসি বাংলাকে বলেছিলেন, ২০১২ সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে।

এর আগে ২০০৮ সালে তারেক রহমান দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।

কিন্তু এখন আওয়ামী লীগ সরকারের পতনের ১৫ মাস পর আবার পাসপোর্ট ইস্যু আলোচনায় ফিরে এসেছে পররাষ্ট্র উপদেষ্টার ট্রাভেল পাস সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে।

রোববার ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক প্রশ্নের জবাবে বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।

তিনি বলেন, ট্রাভেল পাসের নিয়ম হলো যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চায় (দেশে ফিরতে চায়), তাহলে ওয়ান টাইম পাস দেওয়া হয় একবার দেশে আসার জন্য।

এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি (তারেক রহমান) যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।

এই অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে ফিরতে পারবেন না- এমন কোনো বিধিনিষেধ সরকারের পক্ষ থেকে নেই।

ট্রাভেল পাস কারা পায় এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশের কোনো নাগরিকের যদি পাসপোর্ট না থাকে কিংবা পাসপোর্ট হারিয়ে ফেললে অথবা কারও জন্য যদি পাসপোর্ট ইস্যুর জন্য পর্যাপ্ত সময় না থাকে তাহলে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ হাইকমিশন বা দূতাবাস তাকে শুধুমাত্র দেশে আসার জন্য ট্রাভেল পাস দিয়ে থাকে।

এটি ওয়ান ওয়ে অর্থাৎ শুধু বাংলাদেশে আসার জন্য। দেশে আসা পর্যন্তই এই ট্রাভেল পাস ভ্যালিড থাকে।

অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য অনুযায়ী তারেক রহমানের যদি ট্রাভেল পাস দরকার হয় তার মানে হলো এ মুহূর্তে তার বাংলাদেশি পাসপোর্ট নেই।

যদিও বিএনপির দিক থেকে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে কেউ রাজি হননি। এমনকি তারেক রহমান আদৌ পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি-না তাও তিনি বা দলটির পক্ষ থেকে কেউ খোলাসা করেননি।

আবার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় পনের মাস হয়ে গেলেও কেন তিনি পাসপোর্ট নেননি বা পাসপোর্টের জন্য আবেদন করেননি তাও তিনি বা তার দলের পক্ষ থেকে কখনো ব্যাখ্যাও করা হয়নি।

এমন প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে...অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

ভোটার হবেন কীভাবে
সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের জন্য বিএনপি দলীয় প্রার্থীদের যে তালিকা ঘোষণা করেছে তাতে তারেক রহমানেরও নাম আছে।

কিন্তু সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন তারেক রহমান এখনো ভোটার হননি। যদিও বাংলাদেশে ভোট দেওয়ার জন্য যেমন ভোটার হওয়ার বাধ্যবাধকতা আছে। আবার ভোটার তালিকায় নাম না থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিএনপির দিক থেকেও নির্বাচন কমিশনের কাছে একটি অনুরোধ করা হয়েছিলো যে তারেক রহমান যেন দেশে ফেরার পর ভোটার হওয়ার সুযোগ পান।

তবে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান চলতি বছরের মে মাসে লন্ডন থেকে দেশে আসার পর ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, এখন প্রবাসী ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গ্রহণের যে প্রক্রিয়া চলছে তাতেও কাউকে আবেদন করতে হলে তাকে অন্য ডকুমেন্টসের পাশাপাশি ‘মেয়াদ সম্বলিত কিংবা মেয়াদোত্তীর্ণ কিংবা বিদেশি পাসপোর্টের কপি, বাংলাদেশে নাগরিক সনদের কপি কিংবা দ্বৈত নাগরিকত্ব সনদের কপি’ জমা দিতে হবে।

তারেক রহমানের বাংলাদেশি বা অন্য দেশের পাসপোর্ট আছে কি-না সেটি এখনো প্রকাশ করা হয়নি। এমনকি তার দ্বৈত নাগরিকত্ব আছে কি-না তাও পরিষ্কার না।

তবে আওয়ামী লীগ আমলে তখনকার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো যে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। যদিও বিএনপি তা প্রত্যাখ্যান করেছিলো।

সবকিছু বিবেচনায় বলা যায় যে, বাংলাদেশি পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলে বা না থাকলে তারেক রহমানকে ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরে তিনি জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলে কর্মকর্তারা ধারণা দিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান।

পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।

তারেক রহমান চলতি বছর অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ‘দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার’ কথা জানিয়েছিলেন। তার দলের নেতারা বলেছিলেন যে, তিনি নভেম্বরেই দেশে ফিরবেন।

কিন্তু নভেম্বর শেষ হওয়ার মাত্র এক দিন আগে তারেক রহমান নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একক নিয়ন্ত্রণ তার নেই।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফের প্রেক্ষাগৃহে মুখোমুখি ‘থেরি’ ও ‘মানকাথা’ Jan 18, 2026
শুধু ইবাদত আপনাকে জান্নাতে নেবে না Jan 18, 2026
প্রথমবার বাংলাদেশে আলোচনায় যে সব কথা বললেন জাইমা রহমান Jan 18, 2026
বিচারকের চোখে প্রতিযোগীদের পারফরম্যান্স Jan 18, 2026
img
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি Jan 18, 2026
img
প্রশাসন বিএনপির দিকে হেলে পড়লে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত Jan 18, 2026
img
অভিনয়ের মঞ্চে না থাকলে কোন পথে হাঁটতেন অমিতাভ-শাহরুখ, দীপিকারা? Jan 18, 2026
img

স্পেনের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ডে মার্কিন আগ্রাসনে পুতিন হবেন সবচেয়ে সুখী মানুষ Jan 18, 2026
img
স্ত্রীর মৃত্যুর কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি পরাগের Jan 18, 2026
img
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: মুফতি আমির হামজা Jan 18, 2026
img
বিতর্ক পেরিয়ে কাজে ফিরছেন দেবলীনা Jan 18, 2026
img
‘প্রতিটা দিনই আশীর্বাদ’, স্ত্রীর জন্মদিনে আরবাজ খান Jan 18, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে Jan 18, 2026
img
বৈচিত্র্যকে উদযাপন করতে 'দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের' আয়োজনে সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত Jan 18, 2026
img

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

আমিরের জন্য ‘তারেক রহমানের সমান’ নিরাপত্তা চাইল জামায়াত Jan 18, 2026
img
৮৪ কোটি টাকার আইনি জটিলতায় ধানুশের ‘তেরে ইশক মে’ Jan 18, 2026
img
ইরানে আবারও পাহলভির বিক্ষোভের ডাক, এবার সাড়া দেয়নি কেউ Jan 18, 2026
img
অবশেষে শোকজের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল Jan 18, 2026
img
‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালাবে সরকার Jan 18, 2026
img
৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন গায়ক অঞ্জন দত্ত Jan 18, 2026