বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে এবং এভারকেয়ার হাসপাতালকে মিলনস্থল না বানানোর অনুরোধ জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
মুশফিক লেখেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আল্লাহর অসীম রহমত বর্ষিত হোক তাঁর ওপর—তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই দোয়াই আমাদের একমাত্র আশ্রয়।’
কিন্তু কিছু মানুষ অযথা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কী অর্জন করতে চায়, তা সত্যিই বোধগম্য নয় উল্লেখ করে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালকে মিলনস্থল বানানোর পরিবর্তে যার যার
অবস্থান থেকে দেশবাসীর সঙ্গে নীরবে দোয়ায় শামিল হওয়াই শ্রেয়।
মুশফিক আরও লেখেন, ‘সব কিছুতে রাজনীতি খোঁজা কিংবা নিজেকে মেলে ধরার প্রবণতা পরিহার করলেই ভাল। আর পাবলিক প্লেসে গিয়ে উচ্চস্বরে দোয়া-কালাম পড়ার কোনো বিধান আছে বলে আমার জানা নেই—এমন আচরণ অনেক সময় লোক দেখানো বা রিয়া হিসেবে বিবেচিত।’
পোস্টোর শেষে তিনি বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘মহান আল্লাহ দেশের এই অভিভাবককে পূর্ণসুস্থতা দান করুন।’
কেএন/টিকে