পঙ্গাল উপলক্ষে প্রকাশিত প্রথম দৃশ্য ও ঝলকচিত্রের পর থেকেই নতুন ছবি কারা ঘিরে আলোচনা যেন আবার জোরালো হয়ে উঠেছে। পরিচালক ভিগনেশ রাজার হাত ধরে ধনুশ ফিরছেন এক রুক্ষ ও তীব্র রোমাঞ্চে ভরা মারদাঙ্গা ঘরানার ছবিতে, যার ভিজ্যুয়াল ভাষা ইতিমধ্যেই সমাজমাধ্যমে উত্তাপ ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দুটি সর্বভারতীয় ছবির সাফল্যে ধনুশ দেশজুড়ে প্রশংসা কুড়ালেও তামিলনাড়ুর প্রেক্ষাগৃহের হিসাব বলছিল ভিন্ন কথা, তাই ঘরের মাঠে নিজের অবস্থান ফের সুসংহত করার পরীক্ষাই হয়ে উঠেছে কারা।
ছবিটির প্রথম ঝলক দেখে দর্শক ও ব্যবসায়ীরা একসঙ্গে বলছেন, ধনুশ যেন পুরোনো আগ্রাসী রূপে ফিরছেন। গাঢ় আবহ, ধারালো দৃশ্যায়ন আর দ্রুতগতির গল্পের ইঙ্গিত ছবিটিকে আলাদা করে তুলেছে। নির্মাতা জানিয়েছেন, আগামী গ্রীষ্মে মুক্তির প্রস্তুতি চূড়ান্ত, একই সঙ্গে পাঁচ ভাষায় একযোগে প্রদর্শনের পরিকল্পনাও পাকা। ডিজিটাল প্রদর্শনের স্বত্ব ইতিমধ্যেই একটি বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মের কাছে মোটা অঙ্কে বিক্রি হয়ে গেছে, যা ছবিটির প্রতি বাজারের আস্থা স্পষ্ট করে।
তামিল সিনেমায় ধনুশের আধিপত্য ফিরিয়ে আনতে কারা কতটা ভূমিকা রাখবে, তার উত্তর মিলবে গ্রীষ্মের প্রেক্ষাগৃহে। তবে প্রথম ঝলকই বলে দিচ্ছে, এই ছবি শুধু প্রত্যাবর্তন নয়, নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
আরআই/টিকে