বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আটদলের বিভাগের সমাবেশ। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবির পক্ষে এ সমাবেশের আয়োজন করেছে জোটটি।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনবাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
গতকাল সোমবার দুপুরে বরিশাল সদর রোডের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রস্তুতির সার্বিক অগ্রগতি তুলে ধরেন আটদলের নেতারা। তাঁরা জানান, মঙ্গলবার বেলা ১২টায় সমাবেশ শুরু হবে এবং দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক জনসাড়োয়ার প্রত্যাশা করছেন তাঁরা।
সোমবার সন্ধ্যায় বেলস পার্কের প্রস্তুতি পর্যালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকের অবস্থান, প্রবেশ–প্রস্থান পথসহ সবকিছু ঘুরে দেখে তিনি সন্তোষ জানান।
সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষের নির্দেশনাও দেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘সমাবেশে বরিশালসহ দক্ষিণাঞ্চলের প্রায় ১০ লাখ মানুষ উপস্থিত হবেন বলে আশা করছি। আগামীর বাংলাদেশ হবে জুলুমমুক্ত বাংলাদেশ। সেখানে চাঁদাবাজদের জায়গা নেই।