পেরুর আমাজন অঞ্চলে ভূমিধসের কারণে নৌকাডুবিতে নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন। এছাড়াও আহত হয়েছে ২০জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার (৩০ নভেম্বর) জানান, দুই জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানে সাহায্যের জন্য পুলিশ এবং নৌবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।
নৌকাডুবিতে এখনো নিখোঁজ রয়েছে ২৮ জন। দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ৪১৫ কিমি উত্তরপুর্বে ইপারিয়ার বন্দর একালায় এ দুর্ঘটনা হয়।
নদীর তীরবর্তী শহরে যাওয়ার পথে ভূমিধসে ধাক্কা লাগে নৌযান দুটিতে। এ সময় পুরোপুরি ডুবে যায় একটা নৌকা। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় অন্যটি। নদীর তীরবর্তী আদিবাসী সম্প্রদায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
নৌবাহিনী ক্যাপ্টেন জনাথন নোভোয়া এএফপি নিউজ এজেন্সিকে জানান, নদীতে উদ্ধার কাজ চলছে। তবে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা কঠিন।
কেএন/টিকে