চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম সীমান্ত ভৌমিক (১৯)। খুলনা সদরের এই যুবক ২০২৪ সাল থেকে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে তাকে ধরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইখলাস বিন সুলতান বলেন, ‘সীমান্তের সঙ্গে তার পরিচয় হয়েছিল সাধারণ শিক্ষার্থীর মতোই। তবে আচরণগত অসঙ্গতি ও বিভিন্নজনের কাছে টাকা ধার চাওয়ার ঘটনা সন্দেহ তৈরি করে।’

তিনি বলেন, ‘গতকাল শুনলাম সীমান্ত আরেকজনের কাছে টাকা চেয়েছে। মঙ্গলবার সকালে দেখা করে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।’ দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন জানান, ২০২৪ সালে রেল ক্রসিং এলাকায় তাদের প্রথম পরিচয় হয়। দক্ষিণ ক্যাম্পাসে পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন তারা। তার মাধ্যমেই সীমান্তের পরিচয় হয় দোকানদার ও অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে।

সাখাওয়াত বলেন, ‘সে অনেকের কাছ থেকে টাকা ধার নিত। আজ সন্দেহজনক আচরণের কারণে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে মেরিন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিলেও বিভাগে কেউ তাকে চেনে না। এরপর আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্ত জানান, ২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে আর. কে. টাওয়ারের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন।

বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে মোট ১৮ হাজার ৬০০ টাকা বিভিন্ন দোকানদার ও শিক্ষার্থীর কাছ থেকে নিয়েছেন। এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তাদের উদ্যোগেই দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সেজে ঘুরে বেড়ানো সীমান্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে বহুজনের সঙ্গে লেনদেনে জড়িত। তাকে নিরাপত্তা দফতরে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগেও আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। তবে দুই ঘটনার পেছনের প্রেক্ষাপট এক নয় বলে ধারণা করছি।’ উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাতে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ঘুরে বেড়ানো মোহাম্মদ মিনহাজ নামে আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগও ওঠে। পরে তাকে প্রক্টরিয়াল বডি হাটহাজারী থানায় হস্তান্তর করে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে মুখ খুললেন ইসলামী আন্দোলন Jan 16, 2026
img
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা Jan 16, 2026
img
জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে: মাহফুজ আনাম Jan 16, 2026
img
দেশের অস্তিত্ব রক্ষায় সচেতন সমাজকে নীরবতা ভাঙতে হবে: আবদুস সালাম Jan 16, 2026
img
রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান মায়ানমারের Jan 16, 2026
img
রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন Jan 16, 2026
img
মানুষের অধিকার নিশ্চিতে নতুন দেশ গড়তে চান তারেক রহমান: হাবিবুর রশিদ হাবিব Jan 16, 2026
img
কাগজে-কলমে শুধু নামই হয়, ক্রিকেটটা মাঠে হয়: লিটন দাস Jan 16, 2026
img
সংস্কারের জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে : ফয়েজ আহমদ তৈয়্যব Jan 16, 2026
img
আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর Jan 16, 2026
img
আলিবাগে ৩৭.৮৬ কোটি টাকার জমিতে বড় বিনিয়োগ কোহলি-আনুষ্কার Jan 16, 2026
img
খামেনির পতন হলে বিপদে পড়বে ভারত! Jan 16, 2026
img
হাসপাতালে সৌদি বাদশা সালমান Jan 16, 2026
img
নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Jan 16, 2026
img
অনলাইনে গুজব-অপপ্রচার রোধে নানা উদ্যোগ নিয়েছে সরকার: ফয়েজ আহমদ Jan 16, 2026
img
হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেম, টালিউডে গুঞ্জন, সত্যিটা জানালেন অভিনেতা Jan 16, 2026
img
৭ম দিনে ৪৩ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ১৮ Jan 16, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান হাসনাত আব্দুল্লাহর Jan 16, 2026
img
স্থানীয় নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জামায়াতে ইসলামীর Jan 16, 2026
img
বিপিএলে শীর্ষে ফেরার লক্ষ্য নিয়ে সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী Jan 16, 2026