ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁওয়ের সাতটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত এসব কর্মকর্তার পদায়নের নির্দেশ মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়। বিষয়টি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় নিশ্চিত করেছে।
নতুন সাতজন ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন- ঠাকুরগাঁও সদর থানায় মোহাম্মদ মনির হোসেন, রুহিয়া থানায় মো. বদিউজ্জামান, ভুল্লী থানায় মিন্টু দে, বালিয়াডাঙ্গী থানায় মো. বুলবুল ইসলাম, পীরগঞ্জ থানায় মোহাম্মদ মাজহারুল ইসলাম, রাণীশংকৈল থানায় মো. আমানুল্লাহ আল বারী এবং হরিপুর থানায় মো. আব্দুল হাকিম আজাদ।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭টি। জেলায় নতুন পদায়ন হওয়া কর্মকর্তারা চলতি সপ্তাহেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। ঠাকুরগাঁও শহরের ব্যবসায়ী কামরুল বলেন, নির্বাচনের সময় পুলিশ নিরপেক্ষ থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে থাকে। নতুন ওসিরা এ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলেই আশা করি।
শিমুল নামে এক যুবক বলেন, কিছু থানার ওসিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছিল। এবার লটারির মাধ্যমে ওসি নিয়োগ হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করছে। আরেকজন বলেন, নির্বাচনের সময় গ্রামে টেনশন বাড়ে। পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে সাধারণ মানুষ সমস্যা ছাড়াই ভোট দিতে পারে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতা বজায় রাখা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা নিশ্চিত করার জন্য জেলায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, লটারির মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে, যাতে কোনো ধরনের পক্ষপাতের অভিযোগ না ওঠে। পুলিশ বাহিনী নিরপেক্ষ থাকবে- এটাই আমাদের মূল লক্ষ্য।
ইউটি/এসএন