জাবির বিদায়ের পর ভিনিসিউসের সঙ্গে নতুন করে চুক্তির পথে রিয়াল

রিয়াল মাদ্রিদ নাকি জাবি আলোনসোর বিদায়ের পর ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে নতুন করে চুক্তি আলোচনা শুরু করতে প্রস্তুত। ২০২৫–২৬ মৌসুম জুড়ে নানা অস্বস্তিকর খবর তৈরির পর লস ব্লাঙ্কোরা আবারও তাদের ডাগআউটে পরিবর্তন এনেছে। সেই সব আলোচনার বড় একটি অংশই ছিল ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিউস জুনিয়রকে ঘিরে, রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন।

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৭ সালে। স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদ চায় না তার মতো এমন এক মূল্যবান সম্পদ চুক্তির শেষ ১২ মাসে প্রবেশ করুক। ফ্রি ট্রান্সফারে সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং নতুন চুক্তিতে সমঝোতা না হলে বড় অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে তাকে বিক্রি করার বিষয়টি অনুমোদন দিতে পারে ক্লাব। ২৫ বছর বয়সী এই উইঙ্গার সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

মধ্যপ্রাচ্য থেকে নাকি একাধিক প্রস্তাব এসেছে, যার মধ্যে কিছু দীর্ঘমেয়াদি চুক্তিতে মোট প্রায় ১ বিলিয়ন ইউরো (১৪ হাজার ২১২ কোটি টাকা) পর্যন্ত মূল্যমানের প্রস্তাব আছে। এমন অঙ্ক উপেক্ষা করা কঠিন এবং স্বাভাবিকভাবেই সবার নজর কেড়ে নেয়। এক পর্যায়ে ভিনিসিউসের ট্রান্সফার আলোচনা শুরু হওয়া প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল, কারণ কোচ আলোনসোর সঙ্গে তার সম্পর্ক ছিল টানাপোড়েনের। ইএসপিএন জানিয়েছে, আলোনসো দায়িত্বে থাকলে নতুন চুক্তির সম্ভাবনা 'একেবারেই শূন্য' থাকত।



স্প্যানিশ সুপার কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যেই আলোনসো রিয়াল মাদ্রিদ ছাড়েন। ওই ম্যাচে ভিনিসিউস দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করলেও তিনি মোটেও খুশি ছিলেন না।

অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়া দ্রুতই ভিনিসিঃসের প্রশংসা করেছেন এবং ধীরে ধীরে সম্পর্কের সেতু আবার গড়ে উঠছে।

ইএসপিএনসহ একাধিক সূত্র জানাচ্ছে, রিয়াল আবার চুক্তি আলোচনায় বসতে চায়।

তবে দাবি করা হচ্ছে, এই ব্রাজিলিয়ানের চাওয়া বেতন ও ক্লাব যে অঙ্ক দিতে প্রস্তুত, তার মধ্যে পার্থক্য এখনো বড়। রিয়াল নাকি বছরে প্রায় ২০ মিলিয়ন ইউরো (২৮৪ কোটি টাকা) মূল্যের প্রস্তাব দিয়েছে। কিন্তু আলোচনায় ভাটা পড়ে, কারণ ভিনিসিউস অতিরিক্ত ১০ মিলিয়ন ইউরো বোনাস দাবি করেছেন।

মূলত ২০২৬ বিশ্বকাপের পর নতুন করে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু আলোনসোর বিদায়ের কারণে সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

তবে ভিনিসিউসের পক্ষ এখনো নিশ্চিত নয় যে রিয়াল প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারবে কি না। অন্যদিকে, ক্লাব বিশ্বাস করে কিলিয়ান এমবাপ্পের মতো একটি চুক্তির কাঠামো বানানো সম্ভব, যেখানে বিভিন্ন বোনাসের মাধ্যমে মোট অঙ্ক বাড়বে।

ইএসপি এন আরও জানিয়েছে, আলোনসোর কোচিং সিদ্ধান্তগুলোই আলোচনায় ফেরার পথে নেতিবাচক প্রভাব ফেলেছিল, যার ফলে ভিনিসিউস সম্ভাব্য প্রস্থানের দরজা খোলা রাখছিলেন। ২০২৫ সালের গ্রীষ্মে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানার পরই তিনি সাবেক কোচের সঙ্গে সংঘাতে জড়ান।

গত অক্টোবরে সান্তিয়াগো বের্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে বিষয়টি চরমে ওঠে, যখন দ্বিতীয়ার্ধে বদলি হওয়ার সময় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন ভিনিউয়াস। পরে তিনি ক্ষমা চাইলেও ক্ষতি যা হওয়ার হয়ে যায়।

যদিও টাচলাইনে ভিনিসিউস ও আলোনসো একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, ইএসপিএন বলছে তাদের সম্পর্ক ছিল কেবল পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ। এখন সেটিরও আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে, আর রিয়াল নতুন স্থায়ী কোচ খুঁজছে।

যেই কোচই দায়িত্ব নিক, তিনি চাইবেন ভিনিসিউসকে মাদ্রিদের দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ করে রাখতে। সেই লক্ষ্যেই শিগগিরই ভিত্তি গড়া হবে, আর চুক্তি নবায়ন নিয়ে আবারও আশাবাদ তৈরি হচ্ছে।

মাঠের বাইরের অনিশ্চয়তা কাটলে মাঠের পারফরম্যান্সেও তার প্রভাব পড়তে পারে, কারণ চলতি মৌসুমে ভিনিসিউস নিজের সেরা ছন্দে নেই।বিশ্বকাপসহ নানা বিভ্রান্তির মধ্যে পড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে তার সংগ্রহ মাত্র ছয় গোল ও সাতটি অ্যাসিস্ট।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কত? Jan 17, 2026
img
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ Jan 17, 2026
img
বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেলেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণোয়ী Jan 17, 2026
img
প্রভাস, রণবীর ও আল্লু অর্জুনের সাথে সন্দীপ রেড্ডির ব্লকবাস্টার প্ল্যান Jan 17, 2026
img
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত প্রার্থী রুহুল আমিনকে শোকজ Jan 17, 2026
img
চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কী ভালো? Jan 17, 2026
img
১৭ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 17, 2026
img
খালেদা জিয়ার রাজনীতির লক্ষ্যই ছিল সবার আগে বাংলাদেশ: ফয়সল চৌধুরী Jan 17, 2026
img
ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে! Jan 17, 2026
img
জাতীয় দিবসে মুক্তির অপেক্ষায় বিজয়ের ‘জন নয়াগণ’ Jan 17, 2026
img
গরম ভাতে ঘি খাওয়ার উপকারিতা Jan 17, 2026
img
খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না: বাসুদেব ধর Jan 17, 2026
img
জাবির বিদায়ের পর ভিনিসিউসের সঙ্গে নতুন করে চুক্তির পথে রিয়াল Jan 17, 2026
img
গমের রুটিতে বদহজম? তালিকায় রাখতে পারেন ৬ বিকল্প Jan 17, 2026
img
নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ Jan 17, 2026
img
নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো: হাবিব Jan 17, 2026
img
অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে: রবিন Jan 17, 2026
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 17, 2026
img
রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া: রবিউল আলম Jan 17, 2026
অসুস্থতা থামাতে পারেনি, ২০০ কি.মি স্কুটি চালিয়ে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা! Jan 17, 2026