ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, নেতৃত্ব মানে কেবল ক্ষমতায় থাকা নয়, সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর নামই প্রকৃত নেতৃত্ব। বেগম খালেদা জিয়া সেই বিরল নেতা, যিনি রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও রাজনীতির গতিপথ প্রভাবিত করতে পেরেছেন। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় প্রশ্নে তাঁর অবস্থান বরাবরই স্পষ্ট ছিল। তাঁর রাজনীতির মূল লক্ষ্যই ছিল ‘সবার আগে বাংলাদেশ’।
তিনি বলেন, দেশ ও মানুষের স্বার্থ ক্ষুণ্ন করে বেগম জিয়া কোনদিন কোনো সিদ্ধান্ত নেননি। তাঁর রাজনৈতিক দর্শন আজ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। এই আদর্শকে ধারণ করেই বিএনপি আগামী দিনের বাংলাদেশ গড়ার পথে এগোতে চায়।
শুক্রবার (১৬জানুয়ারি) বিয়ানীবাজার উপজেলা বিএনপি আয়োজিত পিএইচজি স্কুল সংলগ্ন মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোনাজাতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা, জিয়া পরিবারের প্রত্যেক সদস্যের নিরাপত্তা ও সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও উন্নতি কামনায় করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পরিচালনায় সভা ও মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস/টিএ