আজ ৩ ডিসেম্বর। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিবাদের মুখে পাকিস্থানি হানাদার বাহিনী কাজিপুর ছাড়তে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান স্বাধীনতাযুদ্ধে কাজিপুর উপজেলায় কয়েকটি স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেন।
২ ডিসেম্বর বরইতলার যুদ্ধ ছিল সবচেয়ে ভয়াবহ। এই যুদ্ধে হানাদার বাহিনীর তিনজন সদস্য আহত হলে তাঁরা ক্ষুব্ধ হয়ে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে।
বরইতলায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের কথা জানতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামটি জ্বালিয়ে দেয়। এমনকি মসজিদে ইত্তেকাফরত ৩০ জন মুসল্লিকে পিটমোড়া করে বেঁধে ব্রাশ ফায়ারে হত্যা করে।
সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অবিরাম যুদ্ধ চলে। এতে প্রায় দুই হাজার গ্রামবাসী আহত ও ১০৪ জন নিহত হয়।
এমআর