বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি সরল ও উদার মনের একজন মহীয়সী নারী। যার প্রমাণ ৫ আগস্টের পর আল্লামা মামুনুল হক বেগম খালেদা জিয়ার সঙ্গে ৪০ মিনিটে সাক্ষাতে এত নির্যাতন-জেল-জুলম করার পরও শেখ হাসিনার নাম একবারও উল্লেখ করেনি। শুধু বলেছেন, দেশ-জাতি-স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ফাজিল মাদরাসা মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ধানের শীষে সমর্থনে কর্মী সভা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, বেগম খালেদা জিয়া বিরোধী ও সরকারে না থেকেও রাষ্ট্রীয়ভাবে ড. ইউনূসের সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে, তাঁর সঙ্গে (খালেদা জিয়া) কারো তুলনা হয় না। এ জন্য অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টাদের ধন্যবাদ জানান তিনি।
ছয়ানী ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপি আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্যসচিব মোহাম্মদ মহসিন আলমসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
এ সময়ে তিনি কায়মনো বাক্যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোর জন্য সবার কাছে দোয়া চান। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা নুরুল হক।
এমআর