বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন এবং পাপারাজ্জিদের মধ্যে টানাপোড়নের সম্পর্ক নতুন কিছু নয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী পাপারাজ্জিদের সম্পর্কে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেন যে তিনি মিডিয়াকে ভালোবাসেন এবং সম্মান করেন কিন্তু যখন পাপারাজ্জিদের কথা আসে তখন তার মতামত সম্পূর্ণ আলাদা। পাপারাজ্জিদের ছবি তোলার ধরণ এবং পোশাক-আশাক নিয়ে তিনি তীব্র বিরক্তি প্রকাশ করেন।
তিনি বলেন, ‘মিডিয়ার সাথে আমার সম্পর্ক অসাধারণ। আমি মিডিয়া জগতের মানুষ। কিন্তু পাপারাজ্জিদের সাথে আমার সম্পর্ক শূন্য।’
তিনি আরো বলেন, ‘এরা কি মিডিয়া? তারা কি দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত? আমি মিডিয়া থেকে এসেছি। আমার বাবা একজন সাংবাদিক ছিলেন।’
স্বনামধন্য সাংবাদিক তরুণ ভাদুড়ীর মেয়ে হিসেবে বর্তমান চিত্রসাংবাদিকতার এই সংস্কৃতি মেনে নিতে পারছেন না জয়া। বাবার প্রসঙ্গ টেনে এনে তিনি বারবার প্রকাশ্যে নিজের বিরক্তি প্রকাশ করেছেন।
তার কথায়, ‘সুতরাং ভালো করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?।’
অভিনেত্রী উল্লেখ করেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস থাকার কারণেই প্যাপরা প্রতিনিধিত্ব করতে পারে না। তিনি বলেন, ‘তিনি সোশ্যাল মিডিয়াতে নেই এবং এসব প্ল্যাটফর্মে তার সম্পর্কে কী মতামত তৈরি হয়েছে তা নিয়ে তিনি চিন্তিত নন।’
টিজে/এসএন