আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে কোচিং প্যানেলে কোনো পরির্বতন আনতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে বিশ্বকাপ পর্যন্ত কোচিং প্যানেলে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল। এমননি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত ৫ নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়তে চান বলে জানান চিঠিতে।
তবে সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল। তিনি জানান, সালাউদ্দিনের পদত্যাতপত্র আপাতত গ্রহণ করা হয়নি। পদত্যাগপত্র গ্রহণ না করা হলে স্বাভাবিকভাবে তিনি থাকছেন।
তিনি আরও জানান, আমাদের এখন আন্তর্জাতিক কোনো ম্যাচ বা সিরিজ নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তাই কোচিং প্যানেলে পরিবর্তনের কোনো সম্ভবনা নেই। যারা সবশেষ সিরিজে কাজ করেছেন, তারাই থাকবেন। আশরাফুলকে শুধু আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের ভূমিকায় নেওয়া হয়েছিল। সেসহ সবাই থাকবে। কোনো পরিবর্তন হবে না। সবাই থাকবে।
বিসিবির এই পরিচালক আরও বলেন, আমাকে যে দায়িত্বের জন্য নেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে। আমার মেয়াদ বাড়বে বা আমাকে সামনে দায়িত্বে রাখবে কি না, এ ব্যাপারে বোর্ডের সঙ্গে আমার কোনো কথা হয়নি।
গত বছর ৫ নভেম্বর জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। গত কয়েকমাসে নানা কারণে সমালোচনার মধ্যে ছিলেন ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচ। বেশ কিছুদিন ধরে মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সে আঙুল উঠতে থাকে তার দিকে।
সেই ধারাবাহিকতায় আশরাফুলকে এই সিরিজের জন্য ব্যাটিং কোচ করা হয়। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত জানান সালাউদ্দিন।
আইকে/এসএন