ফের ভূমিকম্পের আঘাতে কাঁপলো রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে সূর্যের আলো না ফুটতেই এ কম্পন অনুভূত হয়।
৬টা ১৫ মিনিটে অনুভূত এ ভূকম্পন্ন নিয়ে ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। এর মাত্রা ছিল ৪.১।
এদিকে, ভূমিকম্পের পর ফেসবুক পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সৃষ্টিকর্তার কাছে সহায়তা চেয়েছেন আসিফ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে বলেন, ‘আবার ভূমিকম্প, সর্বশক্তিমান আমাদের রক্ষা করুন।’
এর আগে, গত ১ ডিসেম্বর রাতেই ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে রাত ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। পরের দিন বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
পিএ/এসএন