বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের প্রধান হুমা খান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে আন্তরিকতাপূর্ণ পরিবেশে বিদায়ী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় জামায়াত আমির হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভ কামনা ও বাংলাদেশে তার ভূমিকার প্রশংসা করেন।
ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে হুমা খান আশা ব্যক্ত করেন।
ইএ/এসএন