ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১০-দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশান পারুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে সাভার ও আশুলিয়ার প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দিলশান পারুলকে আওয়ামী লীগের ‘দোসর’, ‘ইসলামবিদ্বেষী’ ও ‘শাহবাগী নেত্রী’ হিসেবে আখ্যা দিয়ে তার প্রার্থিতা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ‘আশুলিয়া ভয়েস অফ জুলাই’-এর আহ্বায়ক মো. মোস্তফা কামাল মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঢাকা-১৯ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যার বিরুদ্ধে শাহবাগী ও ইসলামবিদ্বেষীসহ বিভিন্ন বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে।
তারা মনে করেন, এ ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়া জনমনে নেতিবাচক বার্তা দিচ্ছে। অবিলম্বে দিলশান পারুলের মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করার মতো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
কেএন/টিকে