জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় তিনি বক্তব্য দেবেন।
অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মোওসা হাররাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেছে। তাকে এ বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি একাডেমিক ও নীতিনির্ধারণী আলোচনায় যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সফরকালে তিনি প্যানেল আলোচনার পাশাপাশি বিভিন্ন একাডেমিক সেমিনার, নীতি-সংলাপ ও শিক্ষাবিষয়ক বৈঠকে অংশ নেবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়, হাসনাতের যুক্তরাজ্য সফর স্বল্পমেয়াদি এবং সম্পূর্ণ একাডেমিক ও আলোচনামূলক উদ্দেশ্যে; তিনি কর্মসূচি শেষে বাংলাদেশে ফিরে আসবেন। তার সফরের স্থানীয় সমন্বয় ও অনুষ্ঠানসূচি অক্সফোর্ড ইউনিয়ন নিজেই পরিচালনা করবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসনাত আব্দুল্লাহ।
এমকে/এসএন