বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ বলেছিল, পতন হলে বিএনপির হাতে ১০ লক্ষ লোক হত্যাকাণ্ডের শিকার হবে, সেটি হয়নি। এমনকি আওয়ামী লীগের কোনো নেতার বাড়িঘরে হামলা-ভাঙচুরও করা হয়নি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সঙ্গে মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘তবে দলের ভেতর কিছু কিছু হাইব্রিড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। দল থেকে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দলে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোকন বলেন, ‘বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। কিছু ইসলামিক দল আছে, যারা জনগণকে বিভ্রান্ত করে। অমুক-তমুক প্রতীকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন-সুন্নাহ থাকবে না। যারা কোরআন হাসিদের সঙ্গে আছে, বিএনপিও তাদের সঙ্গে আছে।
তিনি আরো বলেন, ‘বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীদের হত্যা-গুম করা হয়েছে। গুম হওয়া স্বজনদের আহাজারি কেবল গুম হওয়া পরিবারেই বলতে পারবে। পরিবারের লোকজন জানে না তাদের লাশ কোথায়, কোথায় গিয়ে দোয়া করবে। ইমাম আলেমদের গ্রেপ্তার করে ওজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। জালিম সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাপলা চত্বরে নৃশংস গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ।
জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক রবিউল আলমের সভাপতিত্বে মতবিনিময়সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৪ শতাধিক ইমাম-মোয়াজ্জিনসহ আলেম ওলামারা অংশ নেন।
ইউটি/টিএ