স্কোয়াডে জায়গা পেতে নেইমারের কঠোর অনুশীলন

নতুন করে এক বছরের জন্য সান্তোসে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রোজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার ক্লাব সতীর্থরা যখন এখনও ছুটিতে, তিনি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কারণ লক্ষ্যটা বড় এবং সেটা ২০২৬ ফিফা বিশ্বকাপ। এ ছাড়া বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠার চেষ্টাও চালাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। কারণ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে তার শতভাগ ফিট থাকতে হবে।

নেইমারের ফিটনেস ফিরে পাওয়ার প্রস্তুতি নিয়ে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সাবেক এই বার্সোলানা তারকা নিজেও বিভিন্ন সময়ে নিজের শারিরীক উন্নতির আপডেট দিয়ে আসছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নেইমার। যেখানে ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে তাকে কিছু ব্যায়াম করতে দেখা যায়। একটি ছবিতে হাঁটুতে অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় ব্যান্ডেজও স্পষ্টভাবে স্পষ্ট দৃশ্যমান। আবার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে পুনর্বাসন প্রক্রিয়াটা খুব সহজ যাচ্ছে না সেলেসাও তারকার।

গত ২২ ডিসেম্বর নেইমার হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার এবং সান্তোসের অধীন একটি কমিউনিটিতে অবস্থিত নিজের ব্যক্তিগত জিম– এই দুই জায়গায় অনুশীলন করছেন। এই সপ্তাহ থেকে নেইমার তার পুনর্বাসনের শেষ ধাপ শুরু করেছেন। তার লক্ষ্য– ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই সান্তোসের স্কোয়াডে ফিরতে পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করা।



ধারণা করা হচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহে এই সেলেসাও তারকা শারীরিক ট্রানজিশন ট্রেনিং (পুরোদমে শারিরীক চাপ পড়ে এমন) শুরু করবেন এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলার জন্য ফিট হয়ে উঠার প্রত্যাশা তার। সবমিলিয়ে নেইমারের মাঠে ফিরতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে বলে উল্লেখ করেছে গ্লোবো। ৪ ফেব্রুয়ারি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সাও পাওলোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সান্তোস। ওই ম্যাচ দিয়ে তিনি ফিরতে পারবেন কি না সেটা তার বল নিয়ে করা অনুশীলন ও পারফরম্যান্সের ওপর নির্ভর করছে।

২০২৪ সালের শুরুতে ইনজুরির ধকল নিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। এরপর বেশ কয়েকবারই তিনি ছিটকে যান চোটে পড়ে। যদিও ভঙ্গুর ফিটনেস নিয়েই গত মৌসুমের শেষদিকে তিনি ঝুঁকি নিয়েছেন নেইমার। চোট নিয়ে খেলে দলকে সেরি ‘এ’ প্রতিযোগিতার রেলিগেশন থেকে বাঁচিয়েছেন। তারই প্রতিদান হিসেবে সান্তোস কর্তৃপক্ষ নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ধৈর্যশীল অবস্থানে রয়েছে। চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেই ধোঁয়াশা কেটে গেছে শেষ মুহূর্তে।

এদিকে, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের মেগা আসর বসবে। তার আগে চূড়ান্ত দল সাজাতে খুব বেশি সময় হাতে নেই ব্রাজিলের কোচ আনচেলত্তির সামনে। ধারণা করা হচ্ছে, মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার পরই ব্রাজিলের স্কোয়াড পাকাপোক্ত করে ফেলবেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি কোচ। আনচেলত্তি বলেছেন, ‘যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয় এবং অন্যদের চেয়ে (শারিরীকভাবে) ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমার-বিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে।’

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তারেক রহমান Jan 20, 2026
img
হাদি হত্যা মামলায় ২৫ জানুয়ারির মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ Jan 20, 2026
img
ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার Jan 20, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা বিকেলে Jan 20, 2026
img
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ Jan 20, 2026
দ্বৈত নাগরিকত্ব গোপন? ঢাকায় বিএনপি প্রার্থী নিয়ে বিতর্ক Jan 20, 2026
img
পরীর চেহারা দেখে দর্শক মুগ্ধ হয়ে যায় : চঞ্চল চৌধুরী Jan 20, 2026
img
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমা কাল : অর্থ উপদেষ্টা Jan 20, 2026
img
কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Jan 20, 2026
img
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ম্যাকরনের বার্তার স্ক্রিনশট শেয়ার করলেন ট্রাম্প Jan 20, 2026
img
ইচ্ছেপূরণ না হলে ৮ দেশে শুল্কারোপ করবেন ট্রাম্প Jan 20, 2026
img
‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় আমির হামজার বিরুদ্ধে মামলা Jan 20, 2026
img
ইউএই ও ভারতের ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি Jan 20, 2026
img
ফয়জুল করিমের সম্মানে বরিশালে আসন ছাড়ল জামায়াত Jan 20, 2026
img
দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে প্রায় ৫ টন কোকেন জব্দ করল ফরাসি নৌবাহিনী Jan 20, 2026
img
আরও ৩টি আসনে প্রার্থী ঘোষণা এনসিপির Jan 20, 2026
img
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন Jan 20, 2026
img
পরিবর্তন হচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম Jan 20, 2026
img
যাদের ৩ টা ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল Jan 20, 2026
img
এবার ফ্রান্সের ওপর ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি Jan 20, 2026