প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ছাড়িয়ে বিগত এক দশক ধরে হলিউড ও দাপিয়ে বেড়াচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে হলিউড অভিনেত্রী হিসেবে তার ১০ বছর পূর্ণ হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, হলিউডে তার কাজের ধরন এখনো সেই বৈচিত্র্যে পৌঁছায়নি, যা তিনি ভারতে অর্জন করেছেন।
তিনি আরো বলেন, ‘ আমি হিন্দি সিনেমায় অনেক রকম চরিত্রে অভিনয় করেছি। আন্তর্জাতিক কাজগুলোতে এখনো সেই বৈচিত্র্য আনতে পারিনি।
ইংরেজি ভাষার কাজেও আমি তেমনই ভিন্নধর্মী চরিত্র করতে চাই, যেভাবে বলিউডে করেছি। সেদিক থেকে আমার এখনো অনেক দূর যাওয়া বাকি।হলিউডে আমার পথচলা এখনো শুরুর দিকেই।
২০১৫ সালে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডে অভিষেক হয়। এরপর তিনি 'বেওয়াচ' (২০১৭), 'দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস' (২০২১), 'সিটাডেল' (২০২৩) এবং ‘হেডস অফ স্টেট’ (২০২৫) এর মতো অসংখ্য চলচ্চিত্র ও সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
২০২৭ সালে এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবি দিয়ে প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি। ছবিটিতে আরো থাকছেন মহেশ বাবু ও পৃথ্বিরাজ সুকুমারন।
আরপি/এসএন