গণতান্ত্রিক যাত্রার জন্য নির্বাচন এখন অপরিহার্য বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাকি বলেন, সংস্কার এবং নির্বাচন একে অপরের সাথে সংযুক্ত। আজকে নির্বাচন বানচাল করার জন্য কেউ যদি তৎপরতা চালায়, তার মানে সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণকে তারা পিছিয়ে দিতে চাইছে। তারা এই মুহূর্তে বাংলাদেশের প্রধান যে স্বার্থ, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। দেশে অর্থনৈতিক-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন প্রয়োজন। গণতান্ত্রিক যাত্রার জন্য নির্বাচন এখন অপরিহার্য।
তিনি বলেন, কোনো কোনো দল প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে, নির্বাচন পিছিয়ে গেলে নাকি অসুবিধা নেই। এর মধ্য দিয়ে তারা আসলে কাদের স্বার্থ রক্ষা করছে। এগুলো এমন বিপর্যয়ের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, এতে কারো কোনো লাভ হবে না। এ কথাগুলো আজকে জনগণের খেয়াল রাখা দরকার।
সাকি আরও বলেন, জনগণ এখন নির্বাচনের প্রশ্নে ঐকমত্য পোষণ করছে এবং তারা নির্বাচন চাইছে। জনগণের মধ্যে গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে যে ঐক্য তৈরি হয়েছে, তাতে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না।
তিনি বলেন, একটি গোষ্ঠী, যারা সরকারের ওপর ভর করছে এবং নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। যাতে করে কোনো না কোনো প্রক্রিয়ায় সংস্কার ও নির্বাচন বাধাগ্রস্ত হয়। আমরা মনে করি, রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়।
এসএস/টিএ