রুমিন ফারহানাকে আরেকটি শোকজ

সহকারী রিটার্নিং অফিসার তথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরপর এবার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। কেন রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়। রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি বেলা ২টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদালতের সিভিল জজ আদালত) লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে আচরণবিধি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রুমিন ফারহানা। রবিবার রিটার্নিং অফিসার এক চিঠিতে সশরীরে হাজির হয়ে রুমিন ফারহানাকে কারণ দর্শাতে বলেন। এবার ব্যাখ্যা চেয়ে সোমবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এ চিঠি দিয়েছে।

রুমিন ফারহানাকে দেওয়া সোমবারের নোটিশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্যান্ডেল নির্মাণ করে জনসভা করেন। সেসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে রুমিন ফারহানা ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

গত রবিবার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেন।

ওই অভিযোগে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্যান্ডেল নির্মাণ করে জনসভা করার সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সে সময় রুমিন ফারহানা আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন, যার ফলে উত্তেজনাকর পরিস্থিতি ও ‘মব’ সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। অভিযোগকারী দেশের একটি গণমাধ্যমতে প্রচারিত নিউজের লিঙ্কের ভিডিও সংযুক্ত করা হয়।

রুমিন ফারহানা জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতীয়মান হয় বলে নোটিশে উল্লেখ করা হয়। 

কেন রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি বেলা ২টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদালতের সিভিল) লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থতায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ দর্শানোর নোটিশ প্রার্থীর কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সরাইল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 21, 2026
৫০ বছরের উপরে হওয়া এই প্র্যাকটিসটা যদি একটু বদলাই: তারেক রহমান Jan 21, 2026
জুলাই জাদুঘরে যা যা দেখা যাবে! Jan 21, 2026
বিনামূল্যে চিকিৎসা সহ ক্ষমতায় গেলে যা করবে, জানালো জামায়াত Jan 21, 2026
img
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১ Jan 21, 2026
আল্লাহর কুদরতি রহমত থেকে এসে সিলেটের ইজ্জত রক্ষা হয়েছে : ফাহিম আল চৌধুরী Jan 21, 2026
img
বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার Jan 21, 2026
img

মিঠুন চক্রবর্তী

বাবা না থাকলে আমি মিঠুন চক্রবর্তী হতে পারতাম না Jan 21, 2026
img
জুলাই চেতনায় নতুন নারায়ণগঞ্জ গড়ব: সিরাজুল মামুন Jan 21, 2026
img
ডিভোর্সের গুঞ্জনে বিস্ফোরক জবাব নেহার Jan 21, 2026
img
চলে গেলেন বিখ্যাত অভিনেতা ব্রুস লিউং Jan 21, 2026
img
নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের কাছে ধরাশায়ী ম্যানচেস্টার সিটি Jan 21, 2026
img
কর্মী-সমর্থকদের অভ্যর্থনায় অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা Jan 21, 2026
img
আমরা বুড়ো হয়ে গেছি, চঞ্চলের উদ্দেশ্যে পরী Jan 21, 2026
img
রুমিন ফারহানাকে আরেকটি শোকজ Jan 21, 2026
img
দেশ ছেড়ে দুবাই গিয়ে কোন পেশা বেছে নিয়েছেন রিমি সেন? Jan 21, 2026
img
সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান Jan 21, 2026
img
যুবলীগ ও খেলাফত আন্দোলনের ১১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Jan 21, 2026
img
৩০ আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত Jan 21, 2026
img
গণভোটের প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই: শারমীন এস মুরশিদ Jan 21, 2026