গ্রামীণফোনের প্রথম বাংলাদেশী সিইও ইয়াসির

এই প্রথম কোনো বাংলাদেশী গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন। তিনি হলেন ইয়াসির আজমান। এর আগে তিনি গ্রামীণফোনের সিএমও, ডেপুটি সিইও এবং সিএমও’র দায়িত্ব পালন করেছেন।

গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইয়াসির আজমানকে সিইও পদে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ইয়াসির আজমান গ্রামীণফোনের বর্তমান সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন।

ইয়াসির আজমান বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি আনন্দিত এবং সম্মানিত। ডিজিটাল বাংলাদেশ, সামাজিক ক্ষমতায়ন এবং গ্রামীণফোনের গ্রাহকদের জন্য যা যা গুরুত্বপূর্ণ, সেসব বিষয় নিশ্চিত করতে আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আমি আমাদের ৭ কোটি ৫০ লাখ গ্রাহকের আস্থাকে সম্মান জানাই। সেই সঙ্গে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত সেবা দিয়ে যেতে চাই।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: