ভেন্যু জটিলতায় স্থগিত করা হয়েছে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কাবিশের কনসার্ট।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফোনে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন।
এরআগে, বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছায় ব্যান্ডটি। ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছে, আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন।
বিমানবন্দর থেকে ব্যান্ডের একটি ছবি পোস্ট করে আয়োজক প্রতিষ্ঠান লিখেছে, ‘ওয়েভ ফেস্ট সিজন ১–এ অংশ নিতে নিরাপদে ঢাকায় পৌঁছেছে কাবিশ।’
আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে এই কনসার্ট হওয়ার কথা ছিল। কাবিশের সঙ্গে বাংলাদেশের ব্যান্ড ‘শিরোনামহীন’, ‘মেঘদল’সহ আরও কয়েকজন শিল্পীও অংশ নেয়ার কথাও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় এসেছিল ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড ‘কাবিশ’।
কেএন/এসএন