দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির একটি অনন্য উদযাপন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ম্যাচের প্রথম দিকে একজন ভারতীয় বোলার উইকেট নেওয়ার পর কোহলি আনন্দে যেভাবে ‘স্নেক ড্যান্স’ করেন, তা চোখ এড়ায়নি ক্যামেরার। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটজুড়ে। ভক্তদের প্রতিক্রিয়াও ছিল উচ্ছ্বসিত।
অনেকেই মন্তব্য করেছেন, ‘পুরোনো বিরাট কোহলি ফিরে এসেছে।’ মাঠে তার আগ্রাসী উদযাপন ও দাপুটে ব্যাটিং দেখে সমর্থকদের উত্তেজনা আরো বেড়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজজুড়ে দারুণ ফর্মে আছেন কোহলি। দ্বিতীয় ম্যাচে তিনি ৯৩ বলে ঝকঝকে ১০২ রান করেন।
আর প্রথম ওয়ানডেতে করেছিলেন আরো বিস্ময়কর ১৩৫ রানের ইনিংস। পরপর দুটি ম্যাচে শতক হাঁকিয়ে তিনি যেন আবারও প্রমাণ করলেন, ভারতীয় ব্যাটিং লাইনআপের আসল ভরসা তিনিই।
তার ব্যাটিংয়ের পাশাপাশি মাঠে এমন প্রাণবন্ত উদযাপনের দৃশ্য সমর্থকদের কাছে বাড়তি আনন্দের উৎস হয়ে উঠেছে। ক্রিকেট দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু, বিরাট কোহলির ভাইরাল ‘স্নেক ড্যান্স’ এবং তার দুর্দান্ত ফর্ম।
ইএ/এসএন