খালেদা জিয়ার সুস্থতায় নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে 'বিশেষ দোয়া'

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বৃহস্পতিবার রাতে নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বর যেন পরিণত হয়েছিল এক ঐতিহাসিক, আবেগঘন ভিন্ন রকম এক মিলনমেলায়। 

বেগম জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলটি ছিল সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং সর্বদলীয়, যা প্রমাণ করে জনগণের হৃদয়ে তাঁর অবস্থান দল-মতের ঊর্ধ্বে।

দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় এখানে সমবেত হন। এই আয়োজনে উপস্থিত সকলের চোখে ছিল গভীর উদ্বেগ ও ভালোবাসা, আর কণ্ঠে ছিল নেত্রীর প্রতি অটুট শ্রদ্ধা ও ভক্তি। নিকুঞ্জের এই চত্বরটি মুহূর্তেই পরিণত হয় আপামর জনতার নীরব প্রার্থনাস্থলে। 

এই আবেগঘন সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপসহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অসামান্য ত্যাগের ভূমিকাকে সশ্রদ্ধচিত্তে উচ্চকিত করেন। তাঁদের কণ্ঠে ছিল এক দৃঢ় প্রত্যয়: অগণিত ইতিবাচক, গঠনমূলক এবং বিশেষ করে আপসহীন ভূমিকার জন্য বেগম খালেদা জিয়া আজ আর কেবল একটি দলের নেত্রী নন; তিনি সকল দল মতের উর্ধ্বে উঠে সারা বাংলাদেশের নেত্রী হিসেবে বিবেচিত। তাঁর সুস্থতা কামনায় আজকের এই ব্যাপক উপস্থিতিই তার জীবন্ত প্রমাণ। বক্তারা আরও আবেগাপ্লুত হয়ে উল্লেখ করেন, শত অত্যাচার-নির্যাতন সত্ত্বেও তিনি কখনও মাতৃভূমি ছেড়ে যাননি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রশ্নে তিনি এক চুলও ছাড় দেননি—যা তাঁকে জনগণের কাছে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। একজন বক্তা জোরালোভাবে বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এত বড় গণঅভ্যুত্থান হতো না; পতন হতো না দানব হাসিনার।

এই বক্তব্যে চত্বরে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন জানায়। অনুষ্ঠানের ধারাবাহিকতায়, সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল-এর সভাপতিত্বে আয়োজিত এই মহতী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি, জনতার কমিশনার খ্যাত মো: শাহিনুর আলম মারফত।

 অন্যান্য গুরুত্বপূর্ণ বক্তাদের মধ্যে ছিলেন সৈকত সরকার, ইমানুল হক, এমদাদুল ইসলাম বাবু, নুরুল আমিন ঝিন্টু, জুয়েল জাহিদুল, এএম আইয়ুব পাপ্পু, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন প্রমুখ। 

আলোচনার পর শুরু হয় বিশেষ দোয়া মাহফিল। জামতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হোসাইন আহমদ অত্যন্ত হৃদয়গ্রাহী ও ভাবগম্ভীর পরিবেশে মোনাজাত পরিচালনা করেন। অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকল দল মতের মানুষ মহান আল্লাহর দরবারে অশ্রুসিক্ত নয়নে ফরিয়াদ জানান। প্রতিটি হাত ছিল উত্তোলিত, প্রতিটি মুখ ছিল প্রার্থনায় মগ্ন। মোনাজাতের সময় পুরো পরিবেশ এক গভীর আধ্যাত্মিক শান্তিতে ভরে ওঠে। 

মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে এই মানবিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই আয়োজন প্রমাণ করল, বেগম খালেদা জিয়া এখনও বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার মূর্ত প্রতীক।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জনে মুখ খুললেন বাঁধন Jan 20, 2026
img
বেতন কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন না-ও হতে পারে: অর্থ উপদেষ্টা Jan 20, 2026
img
ঢাবি ক্যাম্পাসে প্রাণীপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উৎসব ‘ফার্স্ট পেট কার্নিভাল’ Jan 20, 2026
img
যশোর- ২ আসনে জহুরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার Jan 20, 2026
img
নুরকে ছেড়ে দেয়া আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বিএনপির বহিষ্কৃত নেতা মামুন Jan 20, 2026
img
শেখ মেহেদীর অলরাউন্ড নৈপূণ্যে রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম Jan 20, 2026
img
ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে Jan 20, 2026
img

ত্রয়োদশ সংসদ নির্বাচন

প্রতীক বরাদ্দ বুধবার, প্রচারণা শুরু বৃহস্পতিবার Jan 20, 2026
img
গায়ককে ডিভোর্স দিয়ে এখন নায়কের স্ত্রী, কে এই খুদে? Jan 20, 2026
img
সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ বুধবার, বৃহস্পতিবার শুরু প্রচারণা Jan 20, 2026
img
গণঅধিকার পরিষদের ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার Jan 20, 2026
img
যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের ইতিহাস আমরা জানি : প্রেসসচিব Jan 20, 2026
img
দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম! Jan 20, 2026
img
হাসপাতালে চিকিৎসা শেষে হাজতখানায় ইভ্যালির রাসেল Jan 20, 2026
img
আকাশসীমা ব্যবহারে ভারতীয় বিমানের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান Jan 20, 2026
img
কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে : জামায়াত আমির Jan 20, 2026
img
হিরণের দ্বিতীয় বিয়ে বেআইনি, দাবি প্রথম স্ত্রীর! Jan 20, 2026
img
পরবর্তী বোর্ড সভায় নাজমুল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে: বিসিবি Jan 20, 2026
img
মঞ্চে আলেমকে সম্মান জানাতে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান Jan 20, 2026
img
লঙ্কানদের ৫-১ গোলে পরাজিত করল বাংলাদেশ Jan 20, 2026