অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিবাহ ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে হিরণ নিজের দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার পরই মুখ খুলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতার দাবি, “আমাদের আইনি বিচ্ছেদ হয়নি। আমার স্বামীর নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। আমরা ২০০০ সালের ১১ ডিসেম্বর বিবাহিত হয়েছি। আমাদের ২৫ বছর পূর্ণ হয়েছে, এবং আমাদের একটি ১৯ বছর বয়সী মেয়ে রয়েছে। বিচ্ছেদের কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি।”
অনিন্দিতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি ও তাঁর মেয়ে মানসিক অত্যাচারের শিকার। তবে মেয়ের নিরাপত্তা ও পরিবারের সম্মান রক্ষার্থে তিনি চুপ ছিলেন। তিনি বলেন, “সবাই মনে করেন মারধর মানেই অত্যাচার। কিন্তু আমি ও আমার মেয়ের উপর যে মানসিক অত্যাচার হয়েছে, তা বোঝানো সম্ভব নয়। এই পরিস্থিতিতেও আমি নিজেকে স্থিতিশীল রাখার চেষ্টা করেছি এবং ইতিবাচক পরিবেশে নিজেকে আবদ্ধ রাখতে চেয়েছি। তাই নিজের ব্যবসা শুরু করেছি। আগে ‘বিশ্ববাংলা’-তে কাজ করতাম, পরে নিজের ক্যাফে ও শাড়ির ব্যবসা করেছি।”
অনিন্দিতা আরও জানান, হিরণের এই দ্বিতীয় বিয়ে বেআইনি। তিনি বলেন, “হিরণ যেটা করল, আমাকে এবার বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানাতে হচ্ছে। বহুদিন ধরেই চাপা দেওয়া ছিল। এই বিয়ের কোনো আইনগত মানেই নেই।” তিনি নিজে বা মেয়ের গায়ে কাদা লেগে না যাওয়ায় আগের মতো সরাসরি কিছু বলেননি, তবে এবার পরিস্থিতি অন্যরকম।
তিনি জানান, হিরণ মাঝে মাঝে কলকাতা আসতেন, মেয়ের সঙ্গে দেখা করতেন এবং মেয়েকে কিছু দিতেন। অনিন্দিতা বলছেন, “আমাদের মেয়ের বয়সি মেয়ের সঙ্গে ছবি দেওয়াটা সবচেয়ে কুৎসিত লাগছে। আমাদের মেয়ে এখন মনোবিজ্ঞানের ছাত্রা। তার উপর এর প্রভাব কেমন পড়ছে, তা বোঝানো সম্ভব নয়। এখন প্রধান লক্ষ্য মেয়েকে সামলানো।”
এমকে/টিএ