বিদেশি লিগে অংশ নিতে মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। মুমিনুল, মোস্তাফিজ ও তাসকিন তিনজনই ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি পেয়েছেন।
মুমিনুল অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন আগেরদিন। তিনি খেলবেন নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেটে ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে। সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতা ঐতিহ্যবাহী। স্টিভ স্মিথ ও মিচেল স্টার্কের মতো অসি তারকারা একসময় খেলেছেন এই লিগে।
মোস্তাফিজ বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছেন। তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি ২০ খেলতে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এই বাঁ-হাতি পেসার। তাসকিন আহমেদ পাচ্ছেন শারজা ওয়ারিয়র্সের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ।
এর আগে বিসিবি লেগ-স্পিনার রিশাদ হোসেনকে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার অনুমতি দিয়েছে। ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন তিনি। বিপিএল শুরু হওয়ার আগে তাসকিন-মোস্তাফিজরা দেশে ফিরবেন।
ইএ/এসএন