শেখ হাসিনা সরকারের কারা নির্যাতনেই বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে বাদ জুমা গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘হাসিনা সরকার তাঁকে (খালেদা জিয়া) ছয় বছর মিথ্যে মামলায় কারা নির্যাতন করেছেন। এর মধ্যে দুই বছর তাঁকে নির্জন কারাগারে বন্দি করে রেখেছেন। এই নির্যাতন থেকেই তাঁর এই শারিরীক অবস্থা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা করে যাচ্ছেন। তাঁর উন্নততর চিকিৎসার জন্য তাঁকে ইংল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসক দল নিশ্চিত করলে রোববারই তাঁকে বিদেশে নেওয়া হতে পারে।’
এসময় দেশবাসীকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি।
চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন।
এমআর/টিকে