মাধুরী দীক্ষিতের ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় এবার নতুন করে সামনে এল তাঁর নিজের মুখেই বলা কিছু কথায়। বহু তারকার ভিড়ে, যাঁদের পরিচিতি ও জনপ্রিয়তা আগুনের মতো ছড়িয়ে থাকে, সেখানে এক চিকিৎসকের সরলতাই তাঁকে থামিয়ে দিয়েছিল প্রথম দর্শনে। মাধুরী বললেন, শ্রীরাম নেনে আদৌ জানতেন না তিনি ভারতীয় সিনেমার তারকা। আলো ঝলমলে দুনিয়ার বাইরে থাকা এই মানুষটির অচেনা সরলতাই তাঁকে বরং আরও আপন করে তুলেছিল।
মাধুরীর ভাষ্যে, নেনে সিনেমার মানুষ নন, বরং সিনেমায় একেবারেই অনাগ্রহী। তাই তাঁর চোখে মাধুরী ছিলেন আলোচিত তারকা নয়, বরং এক সাধারণ মানুষ। এই জায়গাটাই অভিনেত্রীর মন ছুঁয়ে যায়। দীর্ঘ ছয় মাস কথোপকথনের পর তিনি বুঝেছিলেন, এ সেই মানুষ, যার পাশে জীবন কাটানো নিরাপদ, স্বস্তির, আর সত্যিকারের ভালবাসায় ভরা।
নেনেরও কোনও দ্বিধা ছিল না। মাধুরীর কথায়, ডাক্তার নেনেকে হ্যাঁ বলতে তাঁর বেশি সময় লাগেনি। কর্মজীবনের উজ্জ্বল সাফল্যের ফাঁকেই মাধুরীর ব্যক্তিজীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল এই বিশ্বাস আর নির্ভরতার হাত ধরে।
তাঁদের সম্পর্কের গল্প আজও বলিউডে এক অনন্য দৃষ্টান্ত- খ্যাতির মোহের বাইরে, নিত্যদিনের মানুষের সহজ অথচ আন্তরিক ভালবাসার গল্প।
টিজে/টিকে