অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে। এই যেমন এক সপ্তাহ আগের অপরাধের শাস্তি আজ পেলেন ফখর জামান। আচরণবিধি ভঙ্গ করায় পাকিস্তানি ব্যাটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
শুধু জরিমানায় পার পাননি ফখর, নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করার শাস্তি পেয়েছেন বাঁহাতি ব্যাটার। অনুচ্ছেদ ২.৮ হচ্ছে, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে আপত্তি বা অসন্তোষ জানানো সম্পর্কিত। গত ২৯ নভেম্বর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডির ফাইনালের ১৯তম ওভারে দাসুন শানাকার একটি ক্যাচ ধরে আবেদন করেন ফখর।
আম্পায়ার নট আউট দিলে মাঠের দুই আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হন তিনি। শাহিন শাহ আফ্রিদির ফিরতি বলেই পরে অবশ্য বোল্ড হন শানাকা।
ফাইনালে পাকিস্তান ৬ উইকেটের জয় পাওয়ার পর ফখরের বিরুদ্ধে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও আসিফ ইয়াকুব। সঙ্গে ছিলেন টিভি আম্পায়ার রশিদ রিয়াজ ও রিজার্ভ রেফারি ফয়সাল আফ্রিদি। পরে ম্যাচ ফির ১০ শতাংশের সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টের শাস্তি উত্থাপন করেন ম্যাচ রেফারি রিও কিং। তার শাস্তি ফখর মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসে এটিই প্রথম অপরাধ ফখরের।