হ্যাম্পশায়ারের কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। ইংল্যান্ডের কাউন্টি দলের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। অবশ্য শুধু হ্যাম্পশায়ারের হয়ে কাজ করবেন না রাসেল, স্বদেশি ক্লাব লায়ন্সের হয়েও করবেন। ২০২৩ সাল থেকে জোহানেসবার্গ ভিত্তিক দলটির হয়ে কাজ করছেন।
সময় ভাগ করেই দুই জায়গায় কাজ করবেন বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে ক্রিকইনফো। এ ছাড়া পিএসএলেও কাজ করতে দেখা যাবে রাসেলকে। স্বদেশি আড্রিয়ান বেরেলের স্থলাভিষিক্ত হচ্ছেন রাসেল। এ ছাড়া তার সঙ্গে হ্যাম্পায়ারশায়ারের কোচিং প্যানেলে আরো যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার আরেকজন।
তিনি হলেন শেন বার্গার, যিনি বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন জিমি অ্যাডামস। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই তিন বছর বাংলাদেশের প্রধান কোচ ছিলেন রাসেল। লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের আগে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রোটিয়াদের কোচ ছিলেন এই ৫১ বছর বয়সী।
এবি/টিকে