ওয়ার্নার ব্রোস শুক্রবার (৫ ডিসেম্বর) ঘোষণা করেছে যে তারা তাদের স্টুডিও ও স্ট্রিমিং রাইটস 'নেটফ্লিক্সের' কাছে ৮২.৭ বিলিয়ন ডলারের চুক্তিতে বিক্রি করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অনুমোদন সাপেক্ষে চুক্তিটি চূড়ান্ত হলে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ১০২ বছরের ঐতিহ্যবাহী চলচ্চিত্র স্টুডিও একই মালিকানায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ার্নার ব্রোস এর বিশাল পোর্টফোলিওতে রয়েছে HBO, HBO Max এবং ‘হ্যারিপটার’ ফ্র্যাঞ্চাইজি। অপরদিকে, নেটফ্লিক্স ‘স্ট্রেঞ্জার থিংস’ ও ‘স্কুইড গেম’-এর মতো বিশ্বব্যাপী জনপ্রিয় কনটেন্ট নিয়ে ৩০ কোটির বেশি সাবস্ক্রাইবারকে সেবা দিচ্ছে।
নেটফ্লিক্সের সিইও টেড সারানডস বলেন, ওয়ার্নার ব্রোস-এর যুক্ত হওয়া নেটফ্লিক্সের জন্য দারুণ কিছু। আশা করছি, দর্শকদের জন্য অসাধারণ কিছু আসতে চলেছে।'
চুক্তির মাধ্যমে নেটফ্লিক্স পাবে ব্যাটম্যান, সুপারম্যানের মতো ডি-সি কমিকস চরিত্র, জনপ্রিয় ‘গেম অব থ্রোনস’, এবং ‘কাসাব্লাঙ্কা’ থেকে ‘বার্বি’ পর্যন্ত অগণিত মূল্যবান চলচ্চিত্রের রাইটস। ৭২ বিলিয়ন ডলার শুধু স্ট্রিমিং ও এইচবিও-এর সম্পদের জন্য নির্ধারিত হয়েছে, যা ওয়ার্নার ব্রোস-এর বর্তমান বাজারমূল্যের চেয়েও বেশি। গুঞ্জন রয়েছে, এতো বিপল পরিমাণ অর্থের জোগান দিত নেটফ্লিক্স ৫৯ বিলিয়ন ডলারের ঋণ নিতে যাচ্ছে।
আরপি/টিকে