আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনে দলের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পুরোনো রাজনীতি হচ্ছে একজন আরেকজনকে হিংসা করা, একদল এলে আরেক দলকে উচ্ছেদ করে দেওয়া, একজন আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার নামিয়ে ফেলা, রাস্তার জন্য বরাদ্দের বেশিরভাগ টাকা চাঁদাবাজ, স্থানীয় মাস্তান-সন্ত্রাসীরা খেয়ে ফেলা। এ জন্যই আমরা পুরোনো রাজনীতি বন্ধ করে নতুন রাজনীতি করতে চাই।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মজিদ মিয়ার বাজার, রানীর হাট, কাজীরবাগ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি, সেজন্য মানুষ আমাদের ওপর আস্থাশীল। আমাদের আহ্বান হচ্ছে- আমরা নতুনরা পরিবর্তন করতে চাই, পুরাতনরাও অনেক ভালো কাজ করেছেন, উন্নয়নে তাদেরও অবদান আছে। আমরা চাই যেসব উন্নয়ন কাজ বরাদ্দ হয়, সেগুলো যাতে সঠিকভাবে বণ্টন হয়। কেউ যাতে তাতে ভাগ না বসায়। বয়স্ক-বিধবা ভাতাসহ সামাজিক বিভিন্ন ভাতা যাতে প্রকৃত ব্যক্তিরা পান, এসব নিশ্চিত করতে চাই। এভাবে করতে পারলে পাঁচ বছরের মধ্যে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব হবে।
গণসংযোগে এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলার আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সদস্য কাজী জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, কাজীরবাগ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।
টিজে/টিকে