ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সব ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ থেকে আয়োজিত এক গণপদযাত্রায় এ দাবি জানানো হয়।
গণপদযাত্রায় সভাপতির বক্তব্যে হাজী মো. ইবরাহীম বলেন, আমার বিরুদ্ধে যে সব মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। জনগণের ভালোবাসা ও সমর্থন থেকে আমাকে দূরে রাখতেই এই ষড়যন্ত্র। আমি ইনসাফ ও সততার রাজনীতি করি বলেই অপশক্তি আমাকে দমাতে চায়। কিন্তু জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে আমার সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ষড়যন্ত্রই আমাকে সততার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।
পদযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদককে এম শরিয়তুল্লাহ, সমন্বয়কারী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।
ইউটি/টিএ