শীতের শহরে এবার রীতিমতো নাচে-গানে জমে উঠছে ভূতেদের পার্টি। অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল এ প্রথমবার দেখা গেল টলিউডের এক অভিনব পরীক্ষা। ভূতের গল্প, হাস্যরস আর ভয় মিলিয়ে তৈরি এই হরর কমেডিতে যুক্ত হয়েছে বিদেশি নৃত্যধারার ট্যাঙ্গো ঘরানার এক রঙিন পার্টি গান। উইন্ডোজ প্রোডাকশনের এই চমৎকার নতুনত্ব ঠিক কীভাবে সম্ভব হল, তা জানালেন ছবির চিত্রনাট্যকার জিনিয়া সেন।
জিনিয়ার কথায়, শুরু থেকেই চাওয়া ছিল ছবিতে ল্যাটিনো ট্যাঙ্গোর স্বাদ আনা। কারণ বাংলা পার্টির গানে সাধারণত এমন সুর ছন্দ দেখা যায় না। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে এই নৃত্যঘরানার ভক্ত হওয়ায় ছবিতে তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার নির্দেশনাও দেন টিমকে। কঠিন পায়ের কারসাজি, জটিল পদক্ষেপ সব মিলিয়ে অভিনেতা অভিনেত্রীদের দীর্ঘদিনের অনুশীলনেই সম্ভব হয়েছে এই বিশেষ নৃত্যভঙ্গি ক্যামেরায় ধরতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে গানের পূর্ণ সংস্করণ ‘তুমি কে’। অনুপম রায় ও সৃজিতা মিত্রের গলায় সুর পাওয়া এই গান ইতিমধ্যেই দর্শকদের চমকে দিয়েছে নতুন স্বাদে। মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত সকলেই এই গানে ফুটিয়ে তুলেছেন রঙিন ও ঝলমলে পার্টির আবহ। দর্শক অনুরাগীরা অনুপম রায়ের নতুন ঘরানায় কাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
হরর-কমেডি ঘরানায় হাসি, ভয়, উত্তেজনা সবই মেলে ধরে ভানুপ্রিয়া ভূতের হোটেল। ‘বাবা বেবি ও’ এর পর ফের উইন্ডোজের সঙ্গে অরিত্রের সহযোগিতা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। শীতের মরসুমে এই ছবিই হতে পারে টলিউডের সবচেয়ে মজাদার পারিবারিক বিনোদন।
আরপি/টিকে