‘বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। মাহবুবুর রহমান বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়া জীবন বাজি রেখে লড়াই করেছেন। বছরের পর বছর কারাবরণ, ষড়যন্ত্র ও নির্যাতনের পরও তিনি আপসহীন আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন।
তার নেতৃত্বেই দেশের মানুষ বারবার স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি। বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন, গুম-খুন চলছে।
এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ ছিল বেগম জিয়ার গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন।’ যুবদলের এই নেতা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। সংগঠনকে আরো শক্তিশালী করতে জনগণের পাশে দাঁড়াতে হবে স্থানীয় নেতাকর্মীদের।’
এবি/টিকে