‘বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ : বৈদেশিক পুঁজি, জাতীয় সম্পদ ও কৌশলগত সার্বভৌমত্বের ভারসাম্য’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের নীতিগত সংলাপ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে হোটেল শেরাটনে সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে নীতিনির্ধারক, বিনিয়োগকারী, শিল্পখাতের উদ্যোক্তা ও উন্নয়ন অংশীদাররা অংশগ্রহণ করেন। টেকসই বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার কৌশল নিয়ে আলোচনা হয়।
সংলাপের উদ্বোধন করেন এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন। তিনি নৈতিকতা, স্বচ্ছতা ও জাতীয় স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে একটি ‘গ্লোবাল বিজনেস হ্যাভেন’ হিসেবে গড়ে তোলার এনসিপির ভিশন উপস্থাপন করেন। তিনি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য স্থিতিশীলতা, জবাবদিহিতা ও আইনভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারে তুলে ধরার প্রয়োজনীয়তা তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি স্কেল-আপ, উদ্ভাবন, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং গ্লোবাল ভ্যালু চেইনে সংযুক্তির ওপর গুরুত্বারোপ করেন। স্টার্টআপ ও রপ্তানিমুখী শিল্পকে সহায়তা দিয়ে বাংলাদেশকে একটি বৈশ্বিক ব্যবসা প্রতিযোগীতে রূপান্তরের আহ্বান জানান তিনি।
সংলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনিক কাঠামোর গভীর সংস্কারের অভাবই বিনিয়োগের সবচেয়ে বড় বাধা। তিনি রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে গিয়ে সংস্কারের ধারাবাহিকতা ও স্থায়িত্ব রক্ষার অর্থনৈতিক প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করবে।
এ ছাড়া দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির যুব উইংয়ের নেতারা ও শীর্ষ পর্যায়ের অন্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবি/টিকে