বিপিএলের ১২তম আসরে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস এবার আলাদা নজর কেড়েছে। দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে।
নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ এই তথ্য তাদের ফেসবুক পেজে শেয়ার করে নিশ্চিত করেছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!’
জিয়াউল হক পলাশ খ্যাতিমান অভিনেতা, যিনি জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন।
দলের খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রেও নোয়াখালী এক্সপ্রেস চমক দেখিয়েছে। দলে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানসহ স্থানীয় তারকারা। বিদেশিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নবী, কুশল মেন্ডিস, জনসন চার্লসরা।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবী।
প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন
আইকে/এসএন