দিল্লির এক উচ্চপ্রোফাইল বিয়েতে হাজির ছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান। বিয়েতে উপস্থিত কনের অনুরোধে জনপ্রিয় বিজ্ঞাপনের আইকনিক “জুবান কেসারি” লাইনটি বলার কথা ছিল, কিন্তু শাহরুখ খান তার জায়গায় এমন এক মজার কমব্যাক দিলেন যা উপস্থিত সকলের মুখে হাসি ফোটাল।
উপস্থিতি সবাইকে হেসে ফেলল, যখন কিং খান বললেন,

“য়েকবার বিজনেস ওয়ালেকে সাথ বিজনেস তার লো, জীবান নেহি ছোড়তে। গুটকা ওয়ালাভি না ইয়ার।”
কনে আবারও চেষ্টা করলেন লাইনটি বলার জন্য। শাহরুখ খান কোমল হাসি এবং কোমল হাত ধরে উত্তর দিলেন,
“হার বার যাব কারতে হো, প্যায়সা লেতে হাে ডার্লিং। পাপ্পা কো ক্যাহে দেনা তুমি।’’
তারপর আরও হাস্যরসাত্মক মন্তব্য যোগ করলেন,
“আচ্ছি বাত কারতে হে…ম্যা থোরি না ইহাপে জুবান কেসারি কারুঙ্গা।
এই রসিক মুহূর্ত মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেক অতিথি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন, কেউ মজা পেয়েছেন, কেউ হেসে ফেলেছেন।
একজন উপস্থিত জানিয়েছেন যে, বরকত পক্ষের পরিবার ভিমাল পান মাসালা ব্যবসায়ী হওয়ায় শাহরুখের রসিকতা আরও বেশি মজার হয়ে উঠেছে।
হঠাৎ এক মোড়ে, কনে “জাওয়ান” ছবির গান “চালেয়া” তে শাহরুখ খানের সঙ্গে নাচতে অস্বীকার করলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনেকে মজা পেয়েছেন, অনেকে অবাক, তবে সবাই একমত যে শাহরুখ পুরো পরিস্থিতি দারুণ মার্জিত ও রসবোধের সঙ্গে সামলেছেন।
এই মুহূর্তটি আবারও প্রমাণ করল কেন কিং খান শুধু স্টাইলিশ নায়কই নন, বরং হাস্যরস এবং চার্মের দিক দিয়ে তিনি বলিউডে এক অপ্রতিদ্বন্দ্বী নাম।
আরপি/এসএন