চলচ্চিত্র ও বিনোদন জগতে নিজের পরিচিতি নিয়ে নিয়মিতই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন আবির চ্যাটার্জি। তিনি ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। আবির জানান, কুকথা বলা মানুষ সব সময় থাকবে, সেটা নিজের পরিচিত হোক বা অপরিচিত।
তিনি বলেন, “নিজের লোক বা অচেনা অনেকেই কথায় আঘাত করতে পারে। কিন্তু সময় ও অভিজ্ঞতা শেখায়, অপমান পেরিয়ে যাওয়া ও নিজেকে ধরে রাখা প্রকৃত শক্তি।”
এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, বিনোদন জগতে তার মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ। সমালোচনা ও প্রতিকূল পরিস্থিতিতেও নিজের স্বাভাবিকতা ধরে রাখার শিক্ষা দিয়েছেন তিনি।
এসএস/এসএন