স্যাটায়ার-কার্টুন পেজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি পেশাজীবীদের

সোশ্যাল মিডিয়ার স্যাটায়ার, মিম এবং কার্টুন পেজগুলোর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়ে মামলা প্রত্যাহারের দাবি তুলেছেন দেশের বিশিষ্ট কার্টুনিস্ট, স্যাটায়ারিস্ট, মিম নির্মাতা, লেখক ও পেশাজীবীরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক কোয়ালিশনের আয়োজিত ‘স্যাটায়ার, মিম ও কার্টুন: মতপ্রকাশ নাকি মর্যাদাহানি’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, সমালোচনামূলক কনটেন্টকে দমন করা গণতন্ত্র ও বাক-স্বাধীনতার পরিপন্থী।

সভায় উপস্থিত ছিলেন কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব, লেখক সুমন রহমান, লেখক ফিরোজ আহমেদ, আইনজীবী সারা হোসেন, কার্টুনিস্ট সিমু নাসের, কার্টুনিস্ট মেহেদী হক প্রমুখ।

আহসান হাবীব বলেন, আমাদের চারদিকে অনেক সমস্যা রয়েছে। কিন্তু এসবের মাঝেও আমাদের হাসতে হবে, কারণ হাসাটা জরুরি।

স্যাটায়ার পেজ ইয়ার্কির বিরুদ্ধে যে মামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আহসান হাবীব বলেন, আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ চাই। উন্মাদ ম্যাগাজিনে ফিচার কার্টুন বেশি থাকে। পলিটিক্যাল কার্টুন কমই থাকতো। পলিটিক্যাল ব্যাপারটা আমরা ফিচার কার্টুনের বক্তব্যের মধ্যে রাখতাম। তবে এতো মামলা আমরা খেয়েছি যে, এসব বিষয়ে অনেকটাই সাবধানে কাজ করতে হতো।

বক্তারা বলেন, স্যাটায়ার, মিম ও কার্টুন বাংলাদেশের সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে মতপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিগত সরকারের আমলেও যখন নানান বাধার কারণে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম নীরব ছিল, তখনো ঝুঁকি নিয়ে সরকারের সমালোচনা করে গেছে মিম, স্যাটায়ার ও কার্টুন পেজগুলো। জুলাই গণভ্যুত্থানের সময়েও আমরা দেখেছি, আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিল মিম, কার্টুন ও স্যাটায়ার। মিম, কার্টুন, গ্রাফিতি আর স্যাটায়ারে ভরে উঠেছিল শহরের দেয়াল। জুলাইয়ের পরও থেমে থাকেনি স্যাটায়ার। নিজস্ব ‘হাতিয়ারের’ মাধ্যমেই ক্ষমতাবানদের নিয়মিত প্রশ্ন করে গেছেন স্যাটায়ারিস্ট, মিমার ও কার্টুনিস্টরা।

তারা আরও বলেন, গত ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বাদী হয়ে বেশ কিছু মিম, স্যাটায়ার ও কার্টুন পেজের নামে মামলা দায়ের করেছেন। এই মামলা মতপ্রকাশ ও বাক-স্বাধীনতাকে নতুন এক হুমকির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কার্টুন, মিম ও স্যাটায়ারের ওপর এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। কনটেন্ট নির্মাতা শিক্ষার্থী ও পেশাজীবীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হোক।

বক্তারা রাষ্ট্রের কাছে আহ্বান জানিয়ে বলেন, বাক-স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রের বলিষ্ঠ পদক্ষেপ আমরা সবসময়ের জন্য দেখতে চাই।

আইনজীবী সারা হোসেন বলেন, আমাদের আজকের কথা বলার পরিপ্রেক্ষিত শুধু একটা মামলা নয়। একটা মানুষ কার্টুন আঁকলে, মিম বানালে তাকে মামলা দেওয়া হয়, জেলে দেওয়া হয়; এই প্র্যাকটিস থেকে আমাদের বের হতে হবে। দেশ থেকে অনেক কার্টুনিস্ট বিতাড়িত হয়ে গেছেন।

তিনি বলেন, যে জিনিস আপনার সহ্য হয় না, যে স্যাটায়ার আপনার ভালো লাগে না—আপনি সেটা অ্যাভয়েড করেন। মামলা করাটা কোনো সমাধান নয়। আর শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের মতামতকে সম্মান করতে হয়।

সাদেক কায়েমের মামলা প্রসঙ্গে সারা হোসেন বলেন, মামলার এজাহারে লেখা হয়েছে ‘কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য’। উনি শুধু নিজের কথা বলেননি, সঙ্গে দুজন নেত্রীর কথা বলেছেন। বর্তমানে নারীদের বিরুদ্ধে অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্য করা হলেও তিনি গিয়েছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে। যারা মামলা দেয় আমরা তাদের কাজে হাসছি। আমরা তাদের প্রতিরোধ করবোই।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img

কৃতি শ্যানন

কখনও কখনও জীবন নিজেই পথ করে দেয় Dec 06, 2025
img
ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি : ডা. শফিকুর রহমান Dec 06, 2025
img
ইতালি যাওয়ায় পথে ভূমধ্যসাগরে নিখোঁজ মাদারীপুরের যুবক Dec 06, 2025
img
আপিলের পর সুসংবাদ পেল লুইস দিয়াস Dec 06, 2025
img
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বসত-বাড়ি Dec 06, 2025
img
শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৮০০ কার্টন সিগারেট জব্দ Dec 06, 2025
img
কুড়িগ্রামে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ Dec 06, 2025
img
ক্ষমতায় যাওয়ার আগে একটি দল ফ্যাসিবাদের মতো আচরণ করছে : সাইফুল হক Dec 06, 2025
বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত খাদ্য নিরাপত্তা পুতিনের Dec 06, 2025
img
পু‌লিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৩ Dec 06, 2025
img
ভয় দেখাতেই কার্টুনিষ্টদের বিরুদ্ধে মামলা: সারা হোসেন Dec 06, 2025
img
তাইওয়ানে নিষিদ্ধ হলো চীনা অ্যাপ 'রেডনোট' Dec 06, 2025
img
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ গোলাম মর্তুজা Dec 06, 2025
img
ফ্ল্যাট বিক্রি করেও অসুস্থ মাকে পর্যাপ্ত টাকা পাঠাতে পারিনি: অলিভিয়া সরকার Dec 06, 2025
img
বড়দিনে আসছে ফেলুদা সিরিজের তৃতীয় সিজন, ‘রয়েল বেঙ্গল রহস্য’ Dec 06, 2025
img
উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী Dec 06, 2025
img
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ Dec 06, 2025
img
‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রান্না হচ্ছে ৪০ হাজার মানুষের জন্য বিরিয়ানি Dec 06, 2025
যশোরে প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান Dec 06, 2025
img
যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ Dec 06, 2025