প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ আমলের মতো এবার দিনের ভোট রাতে হবে না। আসন্ন নির্বাচনে জনগণ তাদের প্রকৃত জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, দেশের প্রেক্ষাপটে অভিযোগ সবসময়ই ছিল। বিগত ৫৪ বছরে এমন কোনো সরকার নেই যার বিরুদ্ধে অভিযোগ ওঠেনি। সমাজ ও পরিবারেও অভিযোগ থাকে। তাই নির্বাচন নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমে এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সমাধান করা যেতে পারে।
তিনি আরও বলেন, “যদি সবাই চায় নির্বাচন হোক, তাহলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। কথায় কথায় আন্দোলন করা বা সতর্ক করার নামে অস্থিতিশীলতা তৈরি করা সমীচীন নয়।”
নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, কমিশনের দায়িত্বপ্রাপ্তরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন এবং নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা নির্বাচিত হয়েছেন। ভোটার তালিকা প্রণয়ন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগকে তিনি একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
তবে তিনি স্বীকার করেন, কিছু ভুলত্রুটি হয়েছে, যা বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। মুশফিকুর রহমান বলেন, গত ১৫-১৬ বছরে দেশের প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে দুর্বল করা হয়েছে, যা একদিনে ঠিক করা সম্ভব নয়। তবুও বর্তমান উদ্যোগগুলো সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করছে বলে তিনি মনে করেন।
দোয়া মাহফিলে ধরখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল আহমেদ, ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ূন কবীর জীবনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা।
এবি/টিএ