চীনা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ রেডনোট ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে তাইওয়ান সরকার। প্রতারণা সংক্রান্ত মামলায় তদন্তে সহযোগিতা না করার কারণে এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শনিবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেডনোট অ্যাপটির ব্যবহার এক বছরের জন্য স্থগিত করেছে। অভিযোগ, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৭শ’রও বেশি প্রতারণার ঘটনায় রেডনোট প্ল্যাটফর্মটির জড়িত থাকার প্রমাণ পেয়েছে তাইওয়ান।
ইনস্টাগ্রামের মতো দেখতে রেডনোট অ্যাপটি চীনা ভাষায় শাওহংশু নামে পরিচিতি। তাইওয়ানে ২৩ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৩০ লাখ ব্যবহারকারী নিয়ে রেডনোট সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে, তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই ইনস্টাগ্রাম-ধাঁচের প্ল্যাটফর্মটি প্রো-বেইজিং প্রচারণা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়ার কাজে ব্যবহার হতে পারে। তাইওয়ান দাবি করছে, তারা এই ধরনের তথ্যযুদ্ধের মোকাবিলা বছরের পর বছর ধরে করছে।
তাইওয়ানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, রেডনোট কর্তৃপক্ষ তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, 'প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্তে বড় বাধার মুখোমুখি হয়েছে, যা কার্যত একটি আইনি শূন্যস্থান তৈরি করেছে।'
তাইওয়ান সরকার দাবি করেছে, প্ল্যাটফর্মটি ১,৭০০–এর বেশি প্রতারণা সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত, যার ফলে প্রায় ২৪৭.৭ মিলিয়ন তাইওয়ান ডলার (প্রায় ৭.৯ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।
এই নিষেধাজ্ঞা আসে এমন সময়ে, যখন বিশ্বজুড়ে সরকারগুলো সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং চীনা অ্যাপগুলোতে ভুল তথ্য প্রচারের আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন।
এমকে/টিকে