বিশিষ্টজনেরা কার্টুনিষ্টদের বিরুদ্ধে মামলা মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে মনে করেন বলে জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। তিনি বলেন, অসঙ্গতির বিরুদ্ধে কলম ধরতে যেন কেউ সাহস না পায় সেজন্যই এসব করা হয়। ভয় দেখানোর এই পদ্ধতি অনেক আগে থেকেই প্রচলিত।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, এতে থেমে থাকলে চলবে না। বরং প্রতিবাদ করে যেতে হবে।
এসময় কবি ও কার্টুনিষ্ট আহসান হাবিব বলেন, কার্টুন সহ্য করার মাত্রা প্রমাণ করে সমাজে গণতান্ত্রিক চর্চা কতটা আছে।
আলোচকরা বলেন, কার্টুন যুগে যুগে প্রতিবাদের মজার উপস্থাপন হয়ে আসছে। বিচক্ষন রাষ্ট্রনায়ক বা অভিযুক্ত ব্যক্তিরা বরং তাতে উৎসাহ দিয়েছেন। এতে মানুষের মনে থাকা পুঞ্জিভুত ক্ষোভ আন্দোলন বা বিক্ষোভে পরিনত হওয়া ঠেকায়। ফলে মত প্রকাশের স্বাধীনতা বা কার্টুন প্রকাশ বন্ধ করলে শাসকের বিরুদ্ধে বিক্ষোভ আরো বাড়বে।
মামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান দেশ বরেণ্য কার্টুন ও মিম শিল্পীদের।
এমআর/টিকে