ক্ষমতায় যাওয়ার আগে একটি দল ফ্যাসিবাদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে শেষে একটি মিছিল বের হয়।
সাইফুল হক বলেন, বিএনপি ও গণতন্ত্রমঞ্চসহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ ও নানা অবিশ্বাস তৈরি হয়েছে। ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশন এখনও অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি। বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন ও এই সরকারকেই নিতে হবে।
সাইফুল হক আরও অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার পাঁয়তারা করছে। তিনি দেশের স্বার্থ রক্ষায় এ রকম চুক্তি বাতিলের আহ্বান জানান।
সাইফুল হক বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
এমকে/টিকে