কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় কয়েকটি ট্রলি আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ সেসব জব্দ করে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকার বিএডিসি অনুমোদিত সার ডিলার মোছা. হালিমা খাতুনের প্রতিষ্ঠান মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে রাত ৮টার দিকে ৮০ বস্তা ডিএপি সার (প্রতি বস্তায় ৫০ কেজি) একটি নছিমনে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।
মাস্টারমোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা নছিমনের সন্দেহজনক গতিবিধি দেখে গাড়িটি থামান। চালক সার পরিবহনের কারণ ব্যাখ্যা করতে না পারায় তারা গাড়িটি আটকে রাখেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে সারসহ নছিমনটি থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, বিএডিসি ডিলার হালিমা খাতুনের মেসার্স রাদিয়া ট্রেডার্সের গোডাউন থেকে এই সারগুলো স্থানীয় খুচরা ব্যবসায়ী সামাদের কাছে যাচ্ছিলো। পথে জনতা সেগুলো আটক করে। আজ তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, কৃষকরা সার পাচ্ছে না। অপরদিকে, ডিলার রাতের আঁধারে সার পাচার করছে। খুচরা ব্যবসায়ীকে বিক্রি করাচ্ছে বেশি দামে।
এমআর/টিকে